আমার সম্পর্কে

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন,আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।
আমার নামঃ মোঃ আবুল বাশার হাওলাদার
আমার বর্তমান ঠিকানাঃ টাউন কালিকাপুর,পটুয়াখালী, বরিশাল, বাংলাদেশ।
ভবিষৎ ঠিকানাঃ গ্রাম: উত্তর কৃষ্ণকাঠী, থানা+জেলা: ঝালকাঠী, বিভাগ: বরিশাল, দেশ: বাংলাদেশ।
স্থায়ী ঠিকানা: খুবই ছোট্ট একটা নাম…………………………. কবর/পরকাল
আমার জন্ম তারিখঃ 08/01
মৃত্য তারিখ: আমার সৃষ্টি কর্তা মহান আল্লাহ তায়ালা জানেন।
আপনারা সকলে ৫ ওয়াক্ত নামাজ পরার চেষ্টা করি এবং অন্যকেও ৫ওয়াক্ত নামাজ পরার পরামর্শ দিন। আমার পোষ্ট গুলো গুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষামার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।
আমি একজন ছাত্র,আমি অতি সাধারণ ঘরের একটি ছেলে আমার হাত খরচ চালাই আমি নিজে নিজেই একটি ছোট্ট চাকুরি করি পত্রিকা অফিসে কম্পিউটার অপরেটর হিসেবে সেই বেতন দিয়ে আমি আমার হাত খরচ ও ইন্টানেট এর খরচ চালাই। আর আমার বিষয়ে বেশি কিছু বলাল নেই তাই আপনাদের সাথে এর বেশি কিছু শেয়ার করতে পারলাম না।
আমার ফেইসবুকে একাউন্ট
আমাদের গ্রুপ কম্পিউটার সমস্যা সমাধানের জন্য পিসি হেল্প সেন্টার
টিউনার পেইজ: এখানে
টেকটিউনস এখানে
টেকটিউস এখানে
বিজ্ঞান ও প্রযুক্তি এখানে