জিজ্ঞাসা/প্রশ্ন

এই পেজে আপনি আপনার সকল জিজ্ঞাসা বা প্রশ্ন উপস্থাপন করতে পারেন। । একটি কথা: আপনাদের সব কথার জবার যে আমি জানি বা দিতে পারবো বা সাথে সাথে দিতে পারবো সেটা ধারনা করা ভুল হবে। কাজ হলোকিনা তা জানাতে ভুলবেন না। আপনার প্রশ্ন নিচে কমেন্ট করে জানান।
এখানে যে বিষয় গুলি নিয়ে কোন আলোচনা করা যাবে না তা নিম্ন রুপ।
01। রাজনৈতিক কথা বার্তা।
02। এক অন্যকে হয়রানী বা উস্কানীমূলক আলোচনা।
03। ধর্মীঁয় উস্কনীমুলক কথাবার্তা।
04 । কোন লোকে লেকচার করা
05। প্রয়োজন ছাড়া এখানে কমেন্ট করার
06। কাউকে অসম্মান করে কথা বলা
07। যেগুলো প্রকাশ্যে অন্যের ক্ষতিসাধন কবরে
উপরোক্ত লেখা গুলো এখানে আলোচনায় না আনার জন্য বিশেষভাবে অনোরোধ জানানো যাচ্ছে।
Hi,
About on 29th january i will buy a laptop but can’t understand which brand and model is best to buy. my maximum target to buy laptop is within 35,000 tk.
plz help me.
আপনি একটু কষ্ট করে দেখুন উপরে ডান পাশে একটি ছবি আছে ফেসবুকে হেল্প নামে বা হেল্প লাইন..ওখানে গিয়ে আপনি আপনার ফেসবুকে লগইন করে পোষ্ট করুন আসা করি হেল্প পাবেন… যদি আমার কথা বুঝতে না পারেন তবে আবার আমাকে জানান….. কমেন্ট করার জন্য ধন্যবাদ
অথবা http://www.facebook.com/groups/pchelpcenter এখানে গিয়ে পোষ্ট করুন আপনার সমস্যা লিখে।
বাশার ভাই ইন্টারনেট এ আমি কি ভাবে আয় করবো । আমাকে একটু বলে দিলে ভাল হয়। আপনে কি আমাকে help করবেন।
একটু কষ্ট করে http://www.facebook.com/groups/pchelpcenter এখানে গিয়ে পোষ্ট করুন আপনার সমস্যা লিখে।
স্যার, আপনার কাছে আমার জিজ্ঞাসা আমি যখন শুধুমাত্র আমার গার্ল ফ্রেন্ড এর সাথে ফোনে কথা বলি তখন আমার পেনিস থেকে কয়েক ফোটা তরল আঠালো জিনিস বের হয়, ঐ অবস্তায় কি আমার রোজা ভেঙ্গে যাবে নামাজ কি পড়া যাবে… দয়া করে জানালে উপকৃত হব……।। মোবাইলঃ ০১৮১৫-৫০৭৩৫৮
এতে রোজা মাকলু (কায়জা) হয়, তবে রোজা বেঙ্গে যায় না, আপনার আমল কম হবে। তবে রোজা রেখে যে সকল কাঝে সমস্যার সমূক্ষিণ হয় সেই সব কাজ না করাই ভাল। ধন্যবাদ। প্রশ্ন করার জন্য।
BASAR VI,
KAMON ASEN. KEYBOARD E “PRINT SCREEN SYSRQ” E CLICK KORLE SEY SOBITA KOTHAI SAVE HOY BOLTE PAREN. AMI WINDOWS XP BABOHAR KORI. THANKS
ভাই wifi pass word hacker software কি ভাবে পাওয়া যায় বলতে পারেন
ভাই কষ্ট করে এখানে পোষ্ট করুন, কারণ এই ব্লগ এখন আমি নিয়মিত ব্যবহার করি না। https://www.facebook.com/groups/pchelpcenter/
হুম ভাই অনেক ভাল আছি, তবে আমি খুবই দু:খিত যে, আপনার মন্তব্যের উত্তর দিতে অনেক দেরী হল তাই, কিন্তু দু:খের বিষয় হল, এখন আমি এই ব্লগ ব্যবহার করি না, আমি এখন নতুন ব্লগ ব্যবহার করি http://www.pchelpcenterbd.com আপনি সেখানে আপমন্ত্রিত, আর আপনার যে কোন সমস্যা নিয়ে আমাদের গ্রুপে লিখুন, সেখান তাতক্ষণিক ভাবে উত্তর পাবেন, ভাই কষ্ট করে এখানে পোষ্ট করুন, কারণ এই ব্লগ এখন আমি নিয়মিত ব্যবহার করি না। https://www.facebook.com/groups/pchelpcenter/
vai amar mobile n97er security vule gesi akon ki korbo doya kore janaben
এখানে পোষ্ট করুন https://www.facebook.com/groups/pchelpcenter/
http://www.facebook.com/groups/pchelpcenter **************************************************
fiverr earned money shekhar bangla PDF dorkar
খূব ভালো….
ভাই আমি কম্পিউটারের মাদারবোর্ড নিবো।
কোন মাদারবোড নিবো তা একটু বলবেন? ???
ইনটেল নিলে কেমন হবে।
এবং ইনটেল মাদারবোর্ড এর দাম কত? ???
দয়া করে বলবেন ভাইয়া।