বাউফল

বাউফল

                                                                                                                                                                  

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে
বাউফলের বগা সরকারী প্রাথমিক বিদ্যালয়

বাউফল প্রতিনিধি ॥ প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১১ এর ফলাফল ভিত্তিতে সর্বাধিক প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। বাউফল উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা ২০১১ এর ফলাফলের ভিত্তিতে সর্বাধিক প্রাথমিক বৃত্তি পেয়ে শির্ষে রয়েছে বগা সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৮টি ট্যালেন্টপুলে এবং ৪টি সাধারণ কোঠায় বৃত্তি পেয়েছ বিদ্যালয়টি। এবারে সবচেয়ে বেশি বৃত্তি প্রাপ্তিতে প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকায় আনন্দের বন্যা বইছে। এদিকে বাউফল দাসপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি ট্যালেন্টপুলে ও ৪টি সাধারণ বৃত্তি পেয়ে ২য় স্থানে এবং ৫টি ট্যালেন্টপুলে, ৪টি সাধারণ এবং ২টি সম্পূরক বৃত্তি পেয়ে ৩য় স্থানে রয়েছে বাউফল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এবছর বাউফল উপজেলায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪৯টি, সাধারণ কোঠায় ৭২টি এবং সম্পূরক কোঠায় ২৪টি নিয়ে মোট ১৪৫টি। পৌর শহরের প্রাণকেন্দ্রে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোন বিদ্যালয়ই শীর্ষ পর্যায়ে যেতে পারেনি। কেন্দ্রীয় পর্যায়ের বিদ্যালয় এবং ভালো শিক্ষক দিয়ে পরিচালিত হলেও কেন শীর্ষ পর্যায়ে যেতে পারেনি বিদ্যালগুলো এ নিয়ে শংকিত এখন অভিভাবকরা।