ছোটদের কবিতা

আমার লেখা কিছু কবিতা এখানে

                                                                                                                   

ছোটদের কবিতা 03

একুশ
দুখু দত্ত

একুশ সূর্যসেন
একুশ ক্ষুদিরাম
একুশ তিতুমীর
একুশ মোহনলাল-মীরমদন
একুশ শ্রমিকের
একুশ লাল সূর্য
একুশ লাল ঝান্ডা
একুশ স্বাধীকার।
একুশ ছিনিয়ে নেওয়া
একুশ অঙ্গীকার
একুশ অধিকার
একুশ পাওয়া বুঝে পাওয়া।
একুশ অহংকার
একুশ অহংকার
একুশ উদারতা
একুশ বাঙালির বাংলার
একুশ সবার।
একুশ প্রত্যাশায়
একুশ বাঁচার আবর্তে
একুশ অন্ধকার অন্যায় হত্যা করতে
একুশ আমাদের চেতনায়।

                                                                                                                         

 ছোটদের কবিতা 02

আমার স্কুল
সুদেষ্ণা বল বৃষ্টি
২য় শ্রেণী

২য় শ্রেণীর ছাত্রী আমি
পুলিশ লাইন স্কুলে পড়ি
সবার কাছে দোয়া চাই
যেন মানুষ হতে পারি।
হতে চাই শিল্পী আমি
হতে চাই কবি
তাইতো আমি আঁকছি বসে
ভবিষ্যতের ছবি।
ছোট আমার ধ্যান ধারনা
বড় আমার আশা
সবার মনে ভরিয়ে দিলাম
আমার ভালবাসা,
সবাই আমায় করবেন দোয়া
এই-ই আমার চাওয়া
এমন স্কুলে পড়ছি আমি
এটাই আমার পাওয়া।

                                                                                                                  

ছোটদের কবিতা 01

আমার বাংলাদেশ
কারেরী আহমেদ

ছোট্ট সুন্দর আমাদেরই দেশ
আমার বাংলাদেশ
৫২’র ভাষা আন্দোলনে
যারা শহীদ হয়েছিল তাঁদের বাংলাদেশ
দেশ মাতৃকার জন্য ৭১-এ
যারা জীবন দিয়েছিল তাঁদের বাংলাদেশ
এ দেশ খেটে খাওয়া মানুষের দেশ
এদেশ শ্রমজীবী মানুষের দেশ
তাই এই দেশ আমার গর্ব
আমার বাংলাদেশ।

পোষ্টটি আপনার কেমন লেগেছে? মন্তব্য করে জানান।