প্রাথমিক সমাপনি পরীক্ষা

                                                                                                                                                                 

আমাদের বাংলাদেশের 2011 সনের প্রাথমিক সমাপনি পরীক্ষা ফলাফল

রের্জাল্ট জানতে এখানে জান

আর যদি বুঝতে সমস্যা হয় তবে এখানে বিস্তারীত

 

সাধারণ তথ্য: গত ২৩ থেকে ৩০ নবেম্বর অনুষ্ঠিত হয় দেশের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সারাদেশের ছয় হাজার ১৬৮টি কেন্দ্রে এবার পরীৰায় অংশ নেয় ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৬ শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় লাখ বেশি। গতবছর পরীৰা দিয়েছিল ২৪ লাখ ৮৮ হাজার ৩২৯ জন। দেশের বাইরে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, কাতারের দোহা, আবুধাবী, ইউএইর রাসআলখাইমাহ, লিবিয়ার ত্রিপোলি, বাহরাইন এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা কেন্দ্রে এ পরীৰা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ বিষয়ের বাইরে এবতেদায়ীর শিৰার্থীদের জন্য আরবী এবং কোরান ও আকাইদ ফিকহ পরীৰা অনুষ্ঠিত হয়। প্রত্যেক পরীৰার্থী মোট ছয়টি বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে। পাস নম্বর ৩৩। সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী এর বাইরে কোন বৃত্তি পরীৰা হবে না। বৃত্তির নীতিমালা অনুযায়ী এই পরীক্ষায় কৃতকার্যদের মধ্যেই দেয়া হবে বৃত্তি। এদিকে আগামী বুধবার প্রকাশ হবে অষ্টম শ্রেণীতে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার